Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: 66রাঙ্গামাটির ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, কেরম, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রি বিতরণ করেছে ঘাগড়া ৩৪ আনসার ব্যাটালিয়ন। বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনে এসব ক্রীড়াসামগ্রি বিতরণ করেন ব্যাটালিয়নের অধিনায়ক মো. সেফাউল হোসেন। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল অন্যান্য ক্রীড়া সামগ্রী।
অধিনায়ক বলেন, পড়ালেখার পাশাপাশি শিশুদের জন্য বিনোদন দরকার। ঘাগড়ার ৩৪ আনসার ব্যাটালিয়ন পার্বত্য এলাকায় নিরাপত্তা ও শান্তিশৃংখলার উন্নয়নের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও খেলাধুলার জন্য বিভিন্ন ক্রীড়াসামগ্রি বিতরণসহ আর্থ-সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ, অভিভাবক প্রতিনিধি ডা. কালাঞ্জয় চাকমা, ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মো. আবদুল মোন্তাকিমসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।