খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: নরসিংদীর বেলাব উপজেলায় প্রাতিষ্ঠানিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় মো. মোস্তফা কামালকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে বেলাব উপজেলার প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো এবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
গত ৮ই মার্চ বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা এ ক্রেস্ট প্রদান করেন। মো.মোস্তফা কামাল বেলাবর বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বেলাব বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় একাধারে ৫ বারের মত পিএসসি,জেএসসি ও এসএসসিতে শতভাগ পাশ করার সাফল্য অর্জন করে থাকে।
এ ব্যাপারে বাচাৈ বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, ম্যানেজিং কমিটি, ট্রুথ কমিটি, পিটিএ কমিটি, গরীব ও মেধাবী ছাত্র কল্যাণ ট্রাষ্ট, অভিবাবক ও শিক্ষার্থীদের বিশেষ প্রচেষ্টায় এ সকল ফলাফলসহ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।