Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: 52নাটোরের গুরুদাসপুর উপজেলা ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি এলাকার উত্তর চড়াবিল স্থাপিত উত্তর নাড়িবাড়ি ও দক্ষিণ নাড়িবাড়ি পানি নিস্কাশনসহ চলাচলের সংযোগ সেতু বন্ধ করে ও আবাদি জমি ধ্বংস করে সেখানে পুকুর খনন করছেন ওই এলাকার শামীম নামে এক প্রভাবশালী ব্যক্তি।
সম্প্রতি নির্মিত ওই সংযোগ সেতু দিয়ে পার্শ্ববর্তী দুইটি গ্রাম ছাড়াও বিস্তীর্ণ বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে আবাদি জমির শস্য উৎপাদন অব্যাহত ছিল। কিন্তু সেতুটি বন্ধ করে সেখানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের লক্ষে ওই পুকুর খনন করার ফলে বিলের উভয় পার্শ্বের পানি নিস্কাশন সর্ম্পর্ণভাবে ব্যাহত হচ্ছে। এতে করে এলাকার কৃষকদের তিন হাজার একর ফসলি জমির উৎপাদন ব্যাহত হবে।
এব্যাপারে উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল করিম বলেন, এব্যাপারে কোন অভিযোগ তার দপ্তরে আসেনি। তবে অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে অভিযুক্ত শামীম বলেন, পুকুর কাটলেও বিলের পানি নিস্কাশনে কোন সমস্যা হবেনা।