খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা জশুরগাও আর ডি বিদ্যা নিকেতনে শিক্ষক দ্বারা ৫ম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত ১৫ মার্চ বুধবার সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে গণিত শিক্ষিকা জিনিয়া স্কুল ছাত্র ইয়াছিন (৯) কে বেত দিয়ে পিটিয়ে আহত করে।
সরেজমিনে জানা যায় গত ১৫ মার্চ বুধবার আনুমানিক ১১টায় বিদ্যালয় চলাকালীন অবস্থায় গণিত শিক্ষিকা জিনিয়া স্কুল ছাত্র ইয়াছিন (৯) এর কাছে অংক কষেছে কিনা জানতে চায়। তিন দিন ধরে বাড়ির কাজ দেওয়া শিশু শিক্ষার্থী অংক করতে পারে নাই বলে জানায়। তখন ঐ শিক্ষিকা উত্তেজিত হয়ে ইয়াছিনকে মারধোর করে। অবস্থা গুরুতর দেখে অন্য শিক্ষার্থী দৌড়ে আহত ইয়াছিনের মাকে খবর দেয়। খবর পেয়ে তার মা দৌড়ে স্কুলে আসে। আহত সন্তানকে শ্রীনগর পল্লি চিকিৎকের কাছে নিয়ে যেয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
শিশু ইয়াছিনের মা মাকসুদা বেগম জানান, আমার সন্তানকে বেত দিয়ে পিটানোর শব্দশুনে এক পথচারী মুঠফোনে দৃশ্যটি ভিডিও ধারণ করেন। তখন ঐ স্কুলের শিক্ষিকার স্বামী রনি পথচারীর মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে আছড়ে ভেঙ্গে ফেলেন। মোবাইলের বিষয়টি কাউকে জানাতে বারণ করেন। জানালে বড় ধরনের ক্ষতি হবে বলে পথচারীকে ভয় দেখান।
আর ডি বিদ্যা নিকেতন প্রাধান শিক্ষিকা রিনা দত্ত জানান, শিশুটিকে বেত দিয়ে ৬/৭টি বেত্রাঘাত করা হয়েছে। ইতি মধ্যে তাকে স্কুল শিক্ষিকা থেকে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল হোসাইন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন এই ব্যঅপারে আমার করার কিছু নেই। এটি কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর আওতাধীন।