Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জমান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন- আজ তোমরা সুন্দর সুন্দর চিত্রাঙ্কন এর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে আমাদের মাঝে তুলে ধরেছো। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু আমাদের লাইট হাউজ ও অনুপ্রেরণার উৎস। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ত্যাগের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানান তিনি।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নোবিপ্রবি হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ, গান, চলচ্চিত্র প্রদর্শনী ও কবিতা আবৃত্তি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

এসময় নোবিপ্রবি’র বিভিন্ন অনুষদসমূহের ডিন, রেজিস্ট্রার, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উদ্যাপনে ভাষা শহীদ আবদুস সালাম হল ও হযরত বিবি খাদিজা হল কর্তৃপক্ষ পৃথকভাবে কেক কাটা, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ওই অনুষ্ঠানসমূহে হল দুটির প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা ও ড. মুহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্য সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।