Thu. Sep 18th, 2025
Advertisements

41kখােলা বাজার২৪।। রবিবার, ১৯ মার্চ ২০১৭: নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুরবাড়ির (আখড়াবাড়ি) চতুর্থ বার্ষিক সাধারন সভা ও ঠাকুরবাড়ির নিজস্ব জমিতে শ্রীশ্রী রাধা-গোবিন্দ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কমিটির উপদেষ্টা পরিষদের আহ্বায়ক সাধন চন্দ্র মজুমদার এমপি।
আখড়াবাড়ি কমিটির সভাপতি পরিতোষ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক অসিত কুমার সাহা নৃপেন। এ সময় দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, বুড়া কালি মাতার মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, আখড়াবাড়ি কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, চিত্তরঞ্জন সাহা, স্বপন কুমার পোদ্দার, প্রকৌশলী গুরুদাস দত্ত বক্তব্য রাখেন।
সভা শেষে আখড়াবাড়ির নিজস্ব জমিতে বহুতল বিশিষ্ট কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।