Thu. Sep 18th, 2025
Advertisements

42kখােলা বাজার২৪।। রবিবার, ১৯ মার্চ ২০১৭: জামালপুরের সরিষাবাড়ীতে “মেয়র সেরা কন্ঠ-২০১৭, সরিষাবাড়ী তোমাকেই খুজছে” এর প্রথম দিনের অডিশন শেষ হয়েছে। শনিবার সাতপোয়া ইউনিয়নের ৮১ জন কন্ঠ শিল্পির মধ্যে ১৮ জন ইয়েস কার্ড লাভ করেন। বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত মিলন মাহমুদ ও আতক ডালিম। এ সময় মেয়র সেরা কন্ঠ-২০১৭ এর আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধক্ষ্য হারুন অর রশীদ, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, মেয়র সেরা কন্ঠের সদস্য সচিব জহুরুল ইসলাম মানিক, মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল। এ ছাড়াও মেয়র সেরা কন্ঠ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য হক তরফদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলায় গ্রামাঞ্চলে লুকিয়ে থাকা কন্ঠ শিল্পীদের খুজে বের করতে ‘মেয়র সেরা কন্ঠ-২০১৭’ আয়োজন করা হয়। সেরা কন্ঠ বাছাইয়ের অনুষ্ঠানটির ব্যাপক প্রচারনার লক্ষ্যে দেশের চলচ্চিত্র শিল্পী, অভিনেতা ডন, নায়ক ও মডেল তারকা নীরব, এমিলি ইশা, আতিক ডালিম সহ ক্লোজ আপ ওয়ান তারকা প্রচারনায় অংশ নেন। আগামী ২৫/০৩/২০১৭ ইং তারিখে “মেয়র সেরা কন্ঠ-২০১৭, সরিষাবাড়ী তোমাকেই খুজছে” এর দ্বিতীয় দিনের অডিশন ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য নির্ধারিত ফরমে ইতিমধ্যে বিপুল সংখ্যক উঠতি কন্ঠ শিল্পীর আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।