Fri. Sep 19th, 2025
Advertisements
dakur......................1খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: কামরুল হাসান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদক নির্মূলে পুলিশের অভিযান দীর্ঘদিন থেকে চলে আসিতেছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কার স্বরূপ ডিবি পুলিশের ইন্সপেক্টর রফিকুল ইসলাম, এসআই নূর আলম, এএসআই রফিকুজ্জামান ও সদর থানার এএসআই সাজেদুর রহমানের হাতে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার ফারহাত আহমেদ। পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে জেলায় প্রকাশ্য মাদক বিক্রি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। শহরে আর দেখা যায় না ছিচকে মাদক বিক্রেতাদের। তবে মাদক নির্মূলে যারা দিনরাত পরিশ্রম করে চলেছেন তাদের নিরূৎসাহিত না করে কাজে যাতে আরো বেশী প্রাণচাঞ্চল্য ফিরে পায় সেজন্য পুলিশ সুপার ফারহাত আহমেদ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পুলিশের কর্মকর্তাদের। মাদক নির্মূলে অসামান্য অবদান রাখায় তাদের উৎসাহ প্রদানে পুরস্কৃত করলেন তিনি। এ ব্যাপারে এসআই নূর আলম ও এএসআই সাজেদুর রহমান জানান, পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় মাদক নির্মূলে জেলা ডিবি পুলিশ যথেষ্ঠ সোচ্চার রয়েছে। পুরস্কৃত হয়ে কাজে আরো আগ্রহ বাড়বে বলে এমনই মন্তব্য করেন মাদক নির্মূলে অংশগ্রহনকারী পুলিশ কর্মকর্তারা।