খােলা বাজার২৪।। সোমবার, ২০ মার্চ ২০১৭: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে `ঝটিকা অভিযান` পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে বিভিন্ন বগিতে অবস্থানরত বহিরাগতদের নামিয়ে দেয়া হয়। এছাড়া বগিগুলো থেকে লাঠি-সোটাসহ প্রায় ৫০ বস্তা ‘অপ্রয়োজনীয় মালামাল’ জব্দ করে পোড়ানো হয়।
অভিযান শেষে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয় সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এখন থেকে এমন অভিযান নিয়মিত হবে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। এতে বহিরাগতের হাতে শিক্ষার্থীদের বেশ কয়েকবার ছিনতাই ও ডাকাতির শিকারও হতে হয়েছে। এছাড়া শাটল ট্রেনে এসব মালামাল বোঝাই করে বহিরাগতরা বগিগুলোকে অপরিষ্কার করে রাখছে।