Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২০ মার্চ ২০১৭: 50ল্যাবএইড ফাউন্ডেশনের উদ্যোগে কবিতাপাঠের অনুষ্ঠান ‘চিরবসন্তের চিঠি’র আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই কবিতাপাঠ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান শ্রোতা হিসেবে থাকবেন গদ্যের জাদুকর হাসান আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীম।
কবিতাপাঠ করবেন কামাল চৌধুরী, আবু হাসান শাহরিয়ার, আসাদ মান্নান, ফরিদ কবির, সেলিনা শেলী, রহমান হেনরী, রনজু রাইম, সাকিরা পারভিন, কাজী নাসির মামুন, সঞ্জিব পুরোহিত, মোহাম্মদ নূরুল হক, হেনরী লুইস, মোস্তাফিজ কারিগর ও রিঙকু অনিমিখ।

এছাড়া কবিতা আবৃত্তি করবেন আহ্কামউল্লাহ্, কাজী মাহতাব সুমন ও আয়েশা হক শিমু। বাঁশি বাজিয়ে সুরের ঝংকার তুলবেন বংশীবাদক মো. হাছান আলী। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।