Fri. Sep 19th, 2025
Advertisements

14kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭: অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করায় অন্তত ৩৭ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার অভিবাসন দফতরের মুখপাত্র মাসপাউন বোলহাসানের বরাত দিয়ে স্থানীয় বেননামা পত্রিকা জানায়, আইনশৃঙ্খলাবাহিনীর উপপ্রধান রোসলিয়াহ কাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৭ বাংলাদেশিসহ ৩৭৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাওয়াক প্রদেশে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যদের মধ্যে ১৫৮ জন ইন্দোনেশিয়া, ১২৭ জন চীন, ৪৩ জন জন ভারত, ৭ জন ফিলিপাইন, ১জন শ্রীলঙ্কা ও ৩ জন স্থানীয় নাগরিক। এদের মধ্যে ১১৯ জন পুরুষ ২ জন নারীর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এ ছাড়া ইন্দোনেশিয়ার ৪১ জন, ভারতের তিনজন এবং ফিলিপাইনের দু’জন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থান করছিল।

পত্রিকাটি আরও জানায়, গত রোববার সারাওয়াক অভিবাস দফতর মালয়েশিয়ার মুকানের বালিনগিয়ান এলাকায় একটি নির্মাণাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ জন অবৈধ অভিবাসী শ্রমিককে গ্রেফতার করে।