Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭: 29২৩ বছর বয়সী কানাডিয়ান সংগীতশিল্পী জাস্টিন বিবার ভারতে যাচ্ছেন। চলতি বছরের মে মাসে ভারতের মুম্বাই মাতাতে যাবেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই তারকা। ভারতে তার এই আগমনে তাকে নিয়ে একটি পরিকল্পনা করেছেন বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলিউড তারকা শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ জানিয়েছেন, ভারতে জাস্টিন বিবারকে নিয়ে কী করবেন তিনি। তিনি বলেছেন, তার সফরকালে গেটওয়ে অফ ইন্ডিয়া, ইস্কনের মন্দির, কোলাবা, বান্দ্রা, এমনকী ফিল্ম সিটি ঘুরিয়ে তাকে দেখাতে চাই। নিয়ে যেতে চাই ধারাভি বস্তি এলাকাতেও। শুধু তাই নয় তিনি মরাঠী, দক্ষিণ ভারতীয় ও গুজরাটি কুইজিন খাওয়াতে চান জাসটিনকে।
এছাড়া জাসটিন বিবারের এই ট্যুরকে ‘মাল্টি-ডাইমেনশনাল’ করতে চান। তিনি নিজে বিবারের ট্যুর গাইড হয়ে সেই কাজ সমাপন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে, ১০ মার্চ পারফরম্যান্স করবেন জাস্টিন বিবার। ‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’ নামেই জাস্টিন সারা দুনিয়া ঘুরে অনুষ্ঠান করছেন।