খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭: কুরবান আলী, দিনাজপুর : দিনাজপুরে চৈত্রের শুরুতেই বয়ে গেলো ঝড়-বৃষ্টি। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন এলাকায় সড়কের ওপর গাছ উপড়ে পড়াসহ বাড়ির দেয়াল বা সীমানা প্রাচীর ধসে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া পৌনে ৯টার দিকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি প্রায় ৪০ মিনিট স্থায়ী থাকে।
দিনাজপুর কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, যেভাবে ঝড়-বৃষ্টিপাত হয়েছে এতে আম-লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বর্তমানে আম-লিচুর মুকুল দুলছে গাছে। এ সময় এমন ঝড়-বৃষ্টি আম-লিচুর জন্য হুমকি।
দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জুর হোসেন জানান, ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ও ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে কৃষকেরা বলছেন, এই সময়ে মুকুল থেকে আম ও লিচুর বের হচ্ছে। এসময় ঝড়ের ফলে তাদের ব্যাপক ক্ষতি হতে পারে।