Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭:  8অ্যাপল স্মার্টফোনের গায়ের রং গাঢ় ‘রেড ওয়াইন’। এই রংয়ের স্মার্টফোন অন্তত অ্যাপলে খুব একটা দেখা যায়নি। গত বছর সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ৭ এবং ৭ প্লাসের গাঢ় রেড ওয়াইন রংয়ের একটি বিশেষ সংস্করণ আনতে চলেছে অ্যাপল। অ্যাপলে এই নতুন সংস্করণের ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির তিন ধরনের মেমরি রয়েছে।

আইফোন ৭-র জন্য এবং আইফোন-৭ প্লাস ডিসপ্লের এই দুই ফোনেই থাকছে ১২ মেগা পিক্সেল ক্যামেরা। ৮২ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই ফোনের দাম। তবে সব গুনগুন ছাপিয়ে নতুন বিশেষ এই আইফোনটি বিশেষ একটি কারণে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই আইফোনটি কিনে ভূমিকা রাখা যাবে এইডস প্রতিরোধে।
এইডস মোকাবেলায় কাজ করা সংস্থা প্রোডাক্ট রেড নামের একটি সংস্থার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে এইচআইভি আক্রান্ত মানুষের কাউন্সেলিং, ওষুধপত্র বিতরণ, মেডিক্যাল পরীক্ষায় অবদান রাখবে আইফোন ৭। ইতিমধ্যে ১৩ কোটি ডলার অনুদান হিসেবে দেয়া হয়েছে প্রোডাক্ট রেডকে। এইডস প্রতিরোধে আইফোন ৭ এর এভাবে এগিয়ে আসাটা ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।-আনন্দবাজার