Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭:  21মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরিষাবাড়ী-তারাকান্দি-ঢাকা মহাসড়কের ছয় কিলোমিটারের বেশির ভাগ স্থানের পিচ উঠে গেছে। এ কারণে সড়কটিতে ছোট-বড় অনেক গর্ত তৈরি হয়েছে। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
ওই ছয় কিলোমিটার হলো যমুনা সার কারখানা থেকে জগন্নাথ পুরাতন ঘাট পর্যন্ত। এ অংশে সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে। ফলে যাত্রীবাহী বাস, ট্রাকসহ এখানকার মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় সূত্রে জানা যায়, তারাকান্দি-ঢাকা মহাসড়কের যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) কারখানার উত্তর পাশ থেকে শুরু করে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট পর্যন্ত ছয় কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কার করা হয় না। সড়কটি দিয়ে প্রতিদিন তিন শতাধিক সারভর্তি ট্রাকসহ দূরপাল্লার বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন উত্তরবঙ্গের ১৬টি জেলায় সারভর্তি ট্রাক যায়। সড়কটি ভাঙাচোরা থাকায় প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকে যানজট। এক ট্রাক ড্রাইভার বলেন, এক বছর ধরে এ মহাসড়কের ছয় কিলোমিটার অংশে পিচ উঠে খাদের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। কখন যে কে উল্টে খাদে পড়ে, কেউ জানে না।
এ ব্যপাড়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সমাস বলেন, খুব গুরুত্বপূর্ণ সড়ক এটি । যমুনা সার কারখানার পাশে সড়কটিতে গর্ত থাকায় যাতায়াতে যানবাহন ও এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাবেদ আনোয়ার বলেন, সড়কটি মেরামত না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা বাড়ছে। সারভর্তি ট্রাকসহ সব ধরনের যানবাহন এবং মানুষজনদের দুর্ভোগ বাড়ছে।
তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মাঝেমধ্যে রাস্তার গর্তে ইট ফেলে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়। কিন্তু তা বেশি দিন টেকে না। সড়কটি মেরামত করা হলে দুর্ঘটনা কমবে।