খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: বরগুনার আমতলী উপজেলার খাকদান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নির্বাচনী কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ম্যানেজিং কমিটি তাদের পছন্দের প্রার্থীদের বাকীতে মনোনয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ করেছেন ইরানী বেগম নামের এক অভিভাবক। বুধবার (২২ মার্চ ২০১৭) আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনি এ সংক্রান্ত লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৬ সালের ৩০ শে জুন ১৫নং দক্ষিন খাকদান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটির মেয়াদ শেষ হয়। বিধি মোতাবেক নিয়মিত ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর এডহক কমিটি গঠন করার কথা। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার স্বার্থ হাসিলের জন্য অদ্যবধি এডহক কমিটি গঠন করেননি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়মনীতির তোয়াক্কা না করে মেয়াদ উত্তীর্ন কমিটি বহাল রাখেন। আগামী ৯ এপ্রিল অভিভাবক সদস্য পদে নির্বাচনের দিন ধার্য করে আমতলী উপজেলা শিক্ষা অফিস থেকে তফসিল ঘোষনা করা হয়েছে।
৫ জন প্রার্থী প্রত্যেকে দুই হাজার টাকা দিয়ে মনোনয়নপত্র ক্রয় করলেও কর্তৃপক্ষ পছন্দের প্রার্থীদের বাকীতে মনোনয়নপত্র দিয়েছেন। এছাড়াও ভোটার তালিকায় বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই ব্যক্তি একাধিকবার ভোটার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও চূড়ান্ত ভোটার তালিকায় ১ ও ২ নং ভোটার যথাক্রমে মো. শাহাবুদ্দিন হাওলাদার ও কহিনুর বেগম স্থায়ীভাবে পূর্ব কুকুয়ার বাসিন্দা। কিন্তু তারা ভোটার হয়েছেন খাকদান।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রাসেল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে। ভুল হলে সংশোধন করে দেবো।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তাকে জরুরী ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।