Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭: না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ শিক্ষক লক্ষীপুর স্কুল ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহম্মদ।

চলে গেলেন লক্ষ্মীপুর স্কুল ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহম্মদ। আজ ২২ মার্চ সকাল ১০ ঘটিকায় তাঁর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর জন্ম গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে। তিনি ১৯৫৮ সালের ১৮ জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে যোগদেন। দীর্ঘদিন বে-সরকারি শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন। শিক্ষকতা জীবনে তিনি একবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তাঁর উদ্যোগেই পরবর্তীতে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি লক্ষ্মীপুর স্কুল ও কলেজে উন্নীত হয়। তিনি অসংখ্য মেধাবী ছাত্র তৈরি করেছেন। যাঁরা দেশ ও জাতির সেবায় দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে নিজেদের নিয়োজিত রেখেছেন। স্কলারশীপ নিয়ে অনেক ছাত্র বিদেশেও লেখাপড়া করে আজ প্রতিষ্ঠিত। এলাকায় তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি পরিচিতি লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ২৩ মার্চ সকাল ১০টায় লক্ষ্মীপুর স্কুল ও কলেজ মাঠে। তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুর স্কুল ও কলেজের গভার্নিং বডির সদস্যগণসহ সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন।