Thu. Sep 18th, 2025
Advertisements

Rajshahi-map-Charaghatখােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: রাজশাহীর চারঘাট উপজেলায় জাস্টিস ফর অল রাজশাহী সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান শীর্ষ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত কাল বিকালে জেএফএ ও উপজেলা লিগ্যাল এইড কমিটি যৌথ আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার উত্তর মেরামতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মখলেছুর রহমানের সভাপতিত্বে বির্তক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সচেতন রাজশাহী সমন্বয়কারী মহসীন আলম,প্রোগ্রাম অফিসার শিরিনা সুলতানা,বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক কামরুজ্জামান,এম এ হাদী কলেজ আব্দুল মমিন, বুধিরহাট কলেজ শিক্ষক ও সাংবাদিক নজরুল ইসলাম বাচ্চু,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদত হোসেনসহ মেরামতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বৃন্দ। শেষে স্কুল বিতর্ক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।