Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: দিনাজপুরে কান্তজিউ রাস মেলার যাত্রা প্যান্ডেলে বোমা হামলা মামলার ২ পলাতক আসামী জেএমবির মোঃ জাকির হোসেন ও মোঃ মানিক মিয়াকে পুলিশ ১৬ মাস পর গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ২ জেএমবি সদস্যকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দিনাজপুরের ডিবি পুলিশের একটি দল চিরিরবন্দর থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে ২ জেএমবি সদস্য নশরতপুর ডাঙ্গাপাড়ার আজিজুর রহমানের পুত্র জাকির হোসেন ও নশরতপুর মাছুয়াপাড়ার হানিফ মিয়ার পুত্র মোঃ মানিক মিয়াকে গ্রেফতার করেন। নব্য জেএমবির ২ সদস্য ২০১৫ সালের ৫ ডিসেম্বর দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ রাস মেলার যাত্রা প্যান্ডেলে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলার পলাতক আসামী। ওই ঘটনায় রাস মেলার ইজারাদার হারেস উদ্দীন বিস্ফোরক আইনে কাহারোল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৫, তারিখ ৫/১২/২০১৫। দীর্ঘ ১৬ মাস ধরে জেএমবির ২ জঙ্গী জাকির ও মানিক পলাতক ছিল।

দিনাজপুর ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান জানান, জঙ্গী জাকির ও মানিকের বিরুদ্ধে শুক্রবার চিরিরবন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন ডিবির এসআই বজলুর রশিদ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম শুক্রবার দুপুরে ২ জঙ্গীকে আদালতে সোপর্দ করে ৭ দিন করে রিমান্ড আবেদন করলে বিচারক রোববার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে উভয়কে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণের আদেশ দিলে কড়া পুলিশ নিরাপত্তায় তাদেরকে কারাগারে নেয়া হয়।