Thu. Sep 18th, 2025
Advertisements

banker-arifa-nbs24খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: আজ শুক্রবার রাজধানীর কলাবাগানে যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন নেছা আরিফা হত্যা মামলার আসামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ । সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গত ১৬ মার্চ ২০১৭ সকাল নয়টার দিকে রাজধানীর কলাবাগান থানার ওয়েস্ট এন্ড স্ট্রিট রোডের ১৩/এ নম্বর বাড়ির সামনে যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন নেছা আরিফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত আরিফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার দিন ১৬ মার্চ কলাবাগান থানায় আরিফার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। কলাবাগান থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্তের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।