Thu. Sep 18th, 2025
Advertisements

22kখােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আফিল পেপার মিলের আগুন দীর্ঘ ২২ ঘন্টা পর সকাল নয়টার দিকে নিয়ন্ত্রনে আসে। আগুন নিভাতে কাজ কেরছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরুপণ করা না গেলেও মিলটির উৎপাদনশীল তিনটি ইউনিটই সম্পূর্ণ পুড়ে প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবী মালিক পক্ষের। আগুন নিভাতে গিয়ে ৬ ফায়ার সার্ভিস কর্মীসহ ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার কিছু পর মিলে আগুন দেখতে পায় শ্রমিকরা। দাহ্য পদার্থ আর বাতাস থাকায় আগুন মুহুর্তের মধ্যে ছুড়িয়ে পড়ে। প্রথমে কোম্পানীটির কর্মীরা পরে খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। পরে মুন্সীগঞ, ডেমরা, নারায়নগঞ্জ বন্দর, আদমজী, দাউদকান্দি, আড়াইজহাজার ফায়ার সার্ভিসের আরো এগারোটি ইউনিসহ মোট তেরটি ইউনিট আগুন নেভানোর কাজ করতে থাকে। তবে মিলটির ভিতরে স্তুপ করা কাগজ আর রাতে অন্ধকারে কাজ করতে গিয়ে বেগ পেতে হয় তাদের। আগুন নিভাতে নিয়ে ৬ ফায়ার সার্ভিস কর্মীসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছেন বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী পাঠিয়ে দেওয়া হয়েছে।

তবে কোম্পানীটির ব্যবস্থাপক (জিএম) আকমল হায়দার বিপ্লব জানান, ফায়ার সার্ভিসের চরম অব্যবস্থাপনার জন্যই আগুন নেভাতে দেরী হয়েছে। তা না হলে আগুন আরো দ্রুত নিয়ন্ত্রনে আনা সম্ভব হতো।