Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২৫ মার্চ ২০১৭:  সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে গুলিবর্ষণ ও বোমা হামলা চালিয়েছে দুর্বত্তরা। শুক্রবার রাতে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। যুবলীগ নেতা রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে।

রাসেল কবির মোবাইলে জানান, আমি ও আমার ছেলে বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ আমাকে লক্ষ করে দুই রাউন্ড গুলি বর্ষণ ও ছয়টি বোমা মারে দুর্বৃত্তরা। কিন্তু আমি দ্রুত ঘরে ঢুকে যাওয়ায় সেগুলো দেয়ালে লেগেছে। আপাতত কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৩ সালে কাদের মোল্লার ফাঁসির রায়ের পরে জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম। রাতে তার ছেলের উদ্দেশ্যে করে ২ রাউন্ড গুলি ৬টি বোমা নিক্ষেপ করে দুর্বত্তরা। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এঘটনায় ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।