Tue. Sep 16th, 2025
Advertisements

41খােলা বাজার২৪।। শনিবার, ২৫ মার্চ ২০১৭:  ’’ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে’’ -স্লোগানে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ আয়োজনে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ হাবিবুর রহমান, ডাঃ মো. সোহেল রানা, নার্সিং অফিসার নাজমা সুলতানা, কামরুজ্জামান, মাহবুবা খাতুন, ব্র্যাক উপজেলা ব্যবস্থাপক (টিবি) মো. ওয়াহিদুজ্জামান, ব্র্যাক কর্মকর্তা সোহেল রানা, টিবি ল্যাবরোসিস কন্ট্রোল এসিসস্ট্যান্ট মো. আশরাফ উদ্দিন, মেডিক্যাল এসিস্ট্যান্ট মো. শোয়েব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ধূমপান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, মাদকাসক্তি, বার্ধক্য, অপুষ্টি ইত্যাদি ক্ষেত্রে যক্ষার ঝুকি বেশি থাকে।

এছাড়া দিবসটিতে রক্তদান সেবা সংঘ কাপাসিয়ার আয়োজনে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণি কক্ষে এক আলোচনা সভা করেছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট চিফ নূরুল আমীন সিকদার, জাতীয় শ্রমিকলীগ কাপাসিয়া ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক ফারুক মিয়া, প্রধান শিক্ষক মন্্জুরুল হক, সুজন, হাজী জালাল উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাজীব, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, প্রমুখ।