Thu. Sep 18th, 2025
Advertisements

4kখােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭:  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানস্থলের বাইরে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় আহত পুলিশের সিলেট সিটি এসবি’র ওসি (তদন্ত) মনিরুল ইসলাম (সোহেল) রোববার (২৬ মার্চ) রাত ২টার দিকে জেলার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত ওসি মনিরুল ইসলাম (সোহেল) নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের (মান্নান নগর বাজার সংলগ্ন) পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ২য় পুত্র।

সৎ, মেধাবী, সাহসী ও দেশ প্রেমিক এ পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ গ্রামে চলছে শোকের মাতম। পুত্র শোকে স্বদ্ধ মনিরুলের মাতা ফিরোজা খাতুন। শিশু পুত্রকে কোলে নিয়ে বার বার আত্মনাত করছে স্ত্রী। ভাই-বোন ও আত্মীয়-স্বজনের কান্নায় ভারি হয়ে আসছে পুরো এলাকা।

সকাল থেকে মনিরুলের বাড়িতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিড় করছে।