Tue. Sep 16th, 2025
Advertisements

3kখােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭:  নোয়াখালী থেকে প্রকাশিতব্য স্থানীয় দৈনিক সুবর্ণ প্রভাত’র বার্তা ও সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। বিকেলে ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, আওয়ামী লীগ নেতা মাওলা জিয়াউল হক, ব্যবসায়ী গোলাম জিলানী দিদার, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল, পিপি এটিএম মহিব ঊল্যাহ, মোল্লা হাবিবুর রাসুল মামুন প্রমুখ।
অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক সুবর্ণ প্রভাতর প্রকাশক ও সম্পাদক আলমগীর ইউসুফ। এর আগে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে পত্রিকাটির সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।