Wed. Sep 17th, 2025
Advertisements

সিলেটে বিস্ফোরণের সঙ্গে আইএসের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীখােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭:  সিলেটের জঙ্গি আস্তনায় অভিযানের মধ্যে বাইরে বিস্ফোরণের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল । আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন পুলিশ স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি বলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় বড় ধরনের কোন জঙ্গি থাকতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তবে দেশে আইএস নেই।

গোয়েন্দা বিভাগ সিলেটের জঙ্গি আস্তানা শনাক্ত করার পর থেকেই চলছে অভিযান । তবে জঙ্গিদের এমন কার্যক্রম আইএস স্বীকার করলেও দেশে আইএস নেই বলে সাফ জানিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমি সারা দেশ চষে বেড়িয়েও আইএসের সংগঠনের অনুসন্ধান পায়নি। আমি সব নেতাদের সাথে কথা বলেছি কোন নেতা আমাকে অনুসন্ধানে দিতে পারেনি যে দেশে আইএসের ঘাঁটি কোথায়। এমন কোন তথ্যই আমি এখনও পায়নি”।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটের জঙ্গি আস্তানার অভিযান শেষ হওয়ার পর এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। অভিযানে নিরাপত্তা বাহিনী নিজেদের জীবনের ত্বোয়াক্কা না করায় দেশে জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না। তবে জঙ্গি আস্তানায় বড় কোনো জঙ্গি নেতা থাকতে পারে বলে জানায় মন্ত্রী।

সিলেটের জঙ্গি নির্মূলের অভিযান এখনও চলছে। যে বাড়িটিতে জঙ্গিদের আস্তানা রয়েছে সেখানে অনেক অধিবাসী ছিলেন। অভিযানটি নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে।