Tue. Sep 16th, 2025
Advertisements

16kখােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭:  নোয়াখালী জেলা শহর মাইজদীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) দুপুরে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এ শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুল হক মামুন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আবদুল মালেক, সাংবাদিক আকবর হোসেন সোহাগ।

আলোচনা সভা শেষে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিতিবৃন্দ।