Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭:  28মৌসুমী আর মিমের সম্পর্কের অবনতি ঘটেছে। কেন এই অবনতি। মৌসুমী তার বোন মিমকে নিজের স্বামীর সঙ্গে অন্যরকম অবস্থায় দেখে ফেলেছেন। অথচ দুই বোনের মধ্যে ছিল মধুর সম্পর্ক। ছোট বোনের সুখের জন্য মৌসুমী সন্তান পর্যন্ত নেননি। সেই বোন আজ তাকে এমন দুঃখ দিল। এই ঘটনা ঘটেছে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে। ছবির নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, চরম সাসপেন্স আর ফ্যামেলি ড্রামা থাকছে ছবির গল্পে। মৌসুমীর স্বামী হলেন ডিপজল।

দুলাভাই অনেক স্নেহ করেন শ্যালিকা মিমকে। মিম ভালোবাসেন বড়লোক আহমেদ শরীফের ছেলে বাপ্পীকে। ডিপজল আর মৌসুমী মেনে নিতে পারছেন না এই প্রেম। কারণ আহমেদ শরীফ গরিব মানুষকে একদম সহ্য করতে পারেন না। একদিন স্নেহ করে শ্যালিকা মিমকে বুকে টেনে নিয়ে বাপ্পীকে ভালো না বাসার জন্য অনুরোধ জানান ডিপজল। আর দূর থেকে এই দৃশ্য দেখে ভুল বোঝেন মৌসুমী।
অভিনেতা নাদির খান প্রযোজিত রাজেশ ফিল্মসের এই ছবির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় লটের কাজ শুরু হবে আগামীকাল থেকে সাভারের ফাহিম শুটিং স্পটে। ছবিটি ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে বলে জানা গেছে।