খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ গতকাল (২৬ মার্চ, ২০১৭) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সকাল ৭ টায় স্টামফোর্ডের ধানমন্ডি ও সিদ্ধেশ্বরী উভয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ধানমন্ডি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী এবং সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিভার্সিটির ট্রেজারার বীরমুক্তিযোদ্ধা প্রফেসর লুৎফুর রহমান । এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।