Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: 52মেহগনি ও আম গাছের চারা কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। কোটচাঁদপুরের সলেমানপুর ঘোষপাড়ার মাঠে এ ঘটনাটি ঘটেছে।এতে লক্ষ্যাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে দাবী ওই গাছ মালিকের।
গাছের মালিক বিকাশ ঘোষ বলেন,গেল চার বছর আগে আমি এক একর জমির আইলে একশটি মেহগনি চারা রোপন করেছি। আর এ বছর রোপন করেছি দুইশটি আমের চারা। ওই সব গাছের মধ্যে কে বা কাহারা আমার একশটি মেহগনি ও পঞ্চাশটি আমের চারা কেটে দিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য হবে লক্ষ্যাধিক টাকা। থানায় কোন অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন,আমার বাবা কয়েকদিন আগে মারা গেছে। আমি বিষয়টি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপরও ২৬ তারিখে থানায় গিয়েছিলাম। কিন্তু ওসি সাহেব না থাকায় অভিযোগ করা হয়নি। তবে আজ কাজ শেষ কওে থানায় গিয়ে অভিযোগ করব। প্রতি বেশি দশাই ঘোষের ছেলে শুভাংকর ঘোষ বলেন গেল জ্জ মাস আগে আমাদেও ২০/৩০ টি গাছ কেটে দেয়। বিষয়টি অনেক জানিয়েও কোন লাভ হয়নি। কথা হয় কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সঙ্গে তিনি বলেন,বিষয়টি আমি শুনেছি। তবে কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আমি ব্যবস্থা নিব। এ ব্যাপাওে উপজেলা নিবার্হী অফিসার শাম্মী ইসলাম বলেন,ওই গাছ মালিক কে থানায় গিয়ে অভিযোগ দিতে বলেন। এরপর আমরা তাদের খুজে বের করে যথাযথ ব্যবস্থা নিব।