Wed. Sep 17th, 2025
Advertisements

17499160_2263706273854395_1805187933669105719_nখােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: গ্যাসের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে দুইদিন ব্যাপি পিরোজপুর জেলা বিএনপির কর্মসূচি পালিত হয়। পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অালমগীর হোসেনের নেতৃত্বে শহরে গুরুত্বপূর্ন স্থানে পোষ্টারিং ও লিফলেট বিতরন করা হয়।

17553762_2263706400521049_6524558774059404383_nএসময় অারো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অাব্দুস সালাম বাতেন, যুগ্ন সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, মির্জা জহিরুল হক, দপ্তর সম্পাদক তৌহিদুল করিম, যুবদলের কো অাহবায়ক মিজানুর রহমান শাহীন, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চান, জেলা ছাত্রদল নেতা হাসান অাল মামুন, তানজিদ হাসান সাওন, সালাউদ্দিন কুমার, খাইরুল ইসলাম বাবু, তানভির রশিদ বাপ্পি ও মোঃ জায়েদ প্রমুখ।