Wed. Sep 17th, 2025
Advertisements

7kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭: নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে মঙ্গলবার ন্যাশনাল ই-গভমেন্ট নেটওয়ার্ক ব্যবহার সংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব হাসান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি, কে, এম এনামুল করিম, নেজারত ডেপুটি কালেক্টরেট মো. বরমান হোসেন সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহ ১২০ জন উধর্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।