Wed. Sep 17th, 2025
Advertisements

6kখােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: বগুড়ার গাবতলী মডেল থানার ওসি আ ন ম আব্দুল্লাহ আল-হাসান ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় থানা কম্পাউন্ডের বাসায় ফ্যানের সঙ্গে দড়ির ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
তিনি বলেন, “ওসি হাসান সকালে থানায় কর্তব্য পালন করেন। পরে বাসায় গিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তবে পুলিশ তার ‘আত্মহত্যার’ কারণ বলতে পারেনি। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী।
পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলেও যোগ করেন এসআই আবু জাররা।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানও ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে জানতে জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম’র সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হলে ‘ব্যস্ত রয়েছি। পরে কথা হবে’ বলে ফোনের সংযোগ কেটে দেন।