Wed. Sep 17th, 2025
Advertisements

29kখােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: নাটোরে পুলিশের আয়োজনে সাম্প্রতিক সময়ের জঙ্গি কর্মকান্ড ও নাশকতার বিরুদ্ধে জঙ্গীবাদ বিরোধী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এক জঙ্গীবাদ বিরোধী মিছিল বের করা হয়। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মতিয়ার রহমান। এসময় বক্তারা বলেন, অসৎ উদ্দেশ্যে বর্তমান সরকারের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠি। সমাজের সচেতন মহলকে একত্রিত হয়ে তাদের এই অপচেষ্টাকে নস্যাৎ করে দিতে হবে। দেশের যুব সমাজকে মাদকের অন্ধকার থেকে বের হয়ে একযোগে জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।