Tue. Sep 16th, 2025
Advertisements

58খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: মাদক হলো আরেক জঙ্গি, এটি তিলে তিলে মানুষকে শেষ করে দেয়। এটাকে নির্মূল করতে পারলে দেশের সকল জঙ্গী নিয়ন্ত্রন করা সম্ভব হবে। একের পর এক জঙ্গি আস্তানা সনাক্ত করে তা ঘুড়িয়ে দেয়া হচ্ছে। তাদের মুল উৎপাটন করা হচ্ছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন পুলিশ ঘুড়ে দাড়িয়েছিল, পালিয়ে যায়নি। ইচ্ছা করলে রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশ পালিয়ে যায়নি। পালিয়ে না গিয়ে তারা প্রতিরোধ করছে। ঠিক তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাকে সমস্ত পুলিশ বাহিনী জঙ্গীদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে সমস্ত পুলিশ বাহিনী জঙ্গীদের বিরুদ্ধে জনগণকে নিয়ে রুখে দাড়াচ্ছে। তিনি মুন্সীগঞ্জে জেলা স্টেডিয়ামে বুধবার বিকালে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরো বলেন পুলিশ যে জনগনের জন্য কাজ করছে সেজনেই জনগনকে পাশে নিয়ে শান্তি শৃংখলা বজায় রাখতে কমিউনিটি পুলিশিং পুলিশের পাশে থেকে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরো বলেন, বর্তমান সরকার সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্বে আপোষহীন। আগামী প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
সমাবেশে তিনি আরো বলেন জঙ্গীবাদ-সন্ত্রাস ও মাদকের বিরুদ্বে কমিউনিটি পুলিশিং ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। স্বীকৃতি পেয়েছে আর্ন্তজার্তিক ভাবে। তিনি বলেন, আ’লীগের নেতৃত্বাধীন সরকার ২০০৮ সালে যখন ক্ষমতায় আসে, তখন এদেশের মাথাপিছু আয় ছিল ৮ শত ডলার বর্তমানে তা বেড়ে ১৬শ ডলারে পৌছেছে সময়োপযোগী পদক্ষেপের কারণে খুব শীগ্রই তা ৩ হাজার ডলারে উন্নীত হবে। মন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অপশক্তি উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে না পারে-সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর সভাপতিত্বে সমাবেশে মূখ্য আলোচক ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এ, কে, এম শহীদুল হক বিপিএম, পিপিএম। আরো বক্তব্য রাখেন এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমপি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। সমাবেশে আইজিপি বলেন, মাদক-জঙ্গীবাদ নির্মুল করতে পারলে আমরা উন্নয়নের সুফল ভোগ করতে পারবো। মাদক থেকে সন্তানকে বাচাতে পিতা-মাতাকে সচেতন থাকার পরামর্শ দেন। এছাড়া বাড়ী ভাড়া দেয়ার ক্ষেত্রে আরো সতর্ক থাকার এবং পুলিশকে অবহিত করার আহ্বান জানান।