Wed. Sep 17th, 2025
Advertisements

13kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭: মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাঊদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের জীবন নিয়ে রচিত সিনেমা ‘হাসিনা’র প্রথম লুক প্রকাশ করল ছবিটির অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

অর্জুন কাপুরের বিপরীতে পরবর্তী সিনেমা ‘হাফ গার্লফ্রেন্ড’ সিনেমার প্রথম লুক প্রকাশের একদিন পরই হাসিনা সিনেমার লুকও প্রকাশ করলেন শ্রদ্ধা।

ছবিতে হাসিনা পারকারের ভাই দাঊদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করছে শ্রদ্ধার আপন ছোট ভাই সিদ্ধান্ত কাপূর।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি থেকে দেখা যায়, দাঊদ ইব্রাহিমের চরিত্র রুপদানকারী সিদ্ধান্ত ট্রেডমার্ক কালো স্যুট ও সানগ্লাস চোখে দিয়ে আছে। অন্যদিকে কালো সালোয়ার কমিজে শ্রদ্ধাকেও বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে।