Wed. Sep 17th, 2025
Advertisements

15kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭: রেফারির সঙ্গে অশালীন ব্যবহার করায় চার ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন আর্জেন্টিনীয় ফুটবলার লিওনেল মেসি। এর ফল হাতেনাতে পেয়েছে তারা। বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার কাছে ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার উপক্রম হয়েছে।

মঙ্গলবার মেসিকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। অর্থাৎ, জাতীয় দলের হয়ে আগামী চারটি ম্যাচ খেলতে পারবেন না এই তারকা। একইসঙ্গে তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে চিলির বিরুদ্ধে ম্যাচের পর সহকারী রেফারির উদ্দেশ্যে মেসি কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। মেসির পেনাল্টির দৌলতে ওই ম্যাচ ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।

কিন্তু কী বলেছিলেন মেসি? তিনি যা বলেছিলেন, সেটা ইংরেজিতেই থাকা ভালো। তিনি রেফারির দিকে তাকিয়ে বলেছিলেন : “F**k off, your mother’s c***.” এরপর মেসি রেফারির সাথে হাত মেলাতেও অস্বীকার করেছিলেন।