Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭:  35উৎসব মুখোর পরিবেশে বৃহস্পতিবার দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিদ্যালয়ের প্রভাতী শাখা ও দিবা শাখার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫ শ্রেণির ৪ জন করে মোট ১০জন করে ২টি শাখায় ২০ জন নির্বাচনে অংশগ্রহণ করেছে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল ছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
স্টুডেন্টস কেবিনেট নির্বাচন জাতীয় নির্বাচনের মতই ব্যালট বাক্স, ব্যালট পেপার ভোট কেন্দ্র ছিল। ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা ভোটার তালিকাভুক্ত হয়েই এ নির্বাচনে অংশ নিয়েছে। প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণিতে ১টি ও সর্বোচ্চ ৩টি শ্রেণিতে ২টি করে মোট ৮টি ভোট প্রয়োগ করেছে। প্রত্যেক শ্রেণি থেকে ১ জন করে ৫টি শ্রেণি থেকে ৫ জন এবং পরবর্তী সর্বোচ্চ ভোট প্রাপ্ত ৩ শ্রেণি থেকে আরও ৩ জন নিয়ে ৮ জনের স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে। এ কেবিনেটের মেয়াদ হবে ১ বছর। মন্ত্রী পরিষদ শাসিত সরকারের আদলে হবে স্টুডেন্টস কেবিনেট।
দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে প্রভাতী শাখার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ১০ শ্রেণির ছাত্রী রিয়েনা নাওয়াল মৌন, নির্বাচন কমিশন- ১০ শ্রেণির ছাত্রী মুসরাত জাহান মৌ, ৯ম শ্রেণির ছাত্রী নূরে জান্নাত ঐশী এবং দিবা শাখার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ১০ম শ্রেণির ছাত্রী মাইশা ফাহমিদা, নির্বাচন কমিশন- নবম শ্রেণির ছাত্রী হুমায়রা উলফাত ও ৮ম শ্রেণির ছাত্রী নওরিন আলম নওশীন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২টি শাখারই নির্বাচন সম্পন্ন হয়ে ভোট গণনা প্রস্তুতি চলছিল।