Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখােলা বাজার২৪।। শুক্রবার, ৩১ মার্চ ২০১৭: কিছুদিন আগেই ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় বার্তা বিনিময়ের অ্যাপটিতে মূল্য ছাড়ের প্রলোভনে স্ক্যাম লিংক ছড়াচ্ছে সাইবার অপরাধীরা। বন্ধুদের অজান্তেই তাদের অ্যাকাউন্ট থেকে লিংক পাঠিয়ে ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে তারা। লিংকটিতে ক্লিক করলেই অপরিচিত ওয়েবসাইটে ঢুকতে বাধ্য হয় ব্যবহারকারীরা। সাইটটিতে মূল্য ছাড়ে পণ্য কেনার জন্য ব্যক্তিগত তথ্য দিতে প্ররোচিত করা হয়।

শুধু তা-ই নয়, সাইটটিতে প্রবেশ করলেই ব্যবহারকারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে মেলওয়্যার (ক্ষতিকর প্রোগ্রাম) প্রবেশ করে। মেলওয়্যারটি কাজে লাগিয়ে মোবাইল ফোনের সব তথ্য নিজেদের দখলে নেয় সাইবার অপরাধীরা। কিছুদিন আগে ভুয়া অ্যাপ ডাউনলোডের প্রলোভনে হোয়াটসঅ্যাপে সাইবার হামলা হয়েছিল।

এই প্রতিবেদনটি জনস্বার্থে ফেসবুকে শেয়ার করুন…