Wed. Sep 17th, 2025
Advertisements

6kখােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭: স্থলবন্দর বেনাপোল ছোটআচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কেজি ৫শ গ্রাম (১৫ পিস) স্বর্ণের বারসহ শামিম ও হোসেন আলী নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। তবে প্রকৃত সোনা ব্যাবসায়িকে আটক করতে পারিনি তারা। আটক শামীম হোসেন বেনাপোল কৃত্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে। হোসেন আলী বেনাপোল নারানপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটলিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক লে: কর্নেল খবির উদ্দিন জানান,শনিবার সকালে বেনাপোল ছোটআচড়া সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী ২ জনকে একটি মটরসাইকেল সহ আটক করা হয়। পরে তাদের শরীরে বাধা অবস্থায় ১৫পিস স্বর্ন জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৫শ গ্রাম, দাম প্রায় ৭০ লাখ টাকা। আটক আসামীকে যশোর হেড কোয়ার্টার ব্যাটলিয়নে নেয়া হয়েছে।