Thu. Sep 18th, 2025
Advertisements

unnamedখােলা বাজার২৪।। শনিব্নিবা ১ এপ্রিল ২০১৭: তারাগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমানঃ  মাদক মুক্ত তারাগঞ্জ গঠনের লক্ষ্যে আজ ইকোরচালি ইউ,পিতে ধারাবাহিক কর্মসূচীর আলমপুর ইউ,পির দ্বিতীয় পর্যায়ে মাদক মুক্ত কর্মসূচীর সচেতন মুলক র‍্যালি শেষে আলোচনা সভা ইকোর চালী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় জনমনে মাদকের ক্ষতিকারক প্রভাব,সামাজিক ও পারিবারিক মূল্যবোধ নিয়ে সভাপতির বক্তব্যে উক্ত কর্মসূচীর উদ্যোক্তা তারাগঞ্জ থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ লতিফ মিয়া পি,পি,এম মাদক মুক্ত তারাগঞ্জ গঠনে দল মত নির্বিশেষে সবাইকে পাশে থেকে সহযোগীতা করার আহবান করেন।

এ সময় মোঃ আঃ হামিদ ডি.এস.বি সহ অন্যন্য পুলিশ কর্মকর্তা,উক্ত ইউ.পির আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান লিংকন ও অন্যন্য নেতাকর্মী,তারাগঞ্জ থানা যুব লীগের সদস্য বায়েজিৎ বোস্তামী,ছাত্রলীগের  সভাপতি রাকিবুল ইসলাম ছানা সহ অন্যন্য নেতা কর্মী।জাতীয় পার্টির ইউ.পি সভাপতি রহিদুল ইসলাম ও কর্মীবৃন্দ। বি,এন,পি নেতা কর্মী,উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ ও সমাজের বিভিন্ন সুধীজন।