Tue. Sep 16th, 2025
Advertisements

1kখােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পোষ্ট অফিস ভবনটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ছাদের ইট সুড়কি খসে পড়ছে প্রতিনিয়ত, বর্ষাকালে বৃষ্টির পানি ছাদের ফাঁটা অংশ দিয়ে পরে অফিসের প্রয়োজনীয় কাগজ পত্র নষ্ট হয়।

দমকা হাওয়া বা ভুমিকম্পে যে কোন সময় ভবনটির ছাদ মাথার উপর ভেঙ্গে পড়তে পারে জেনেও ঝুঁকি নিয়েই পোষ্ট অফিসটিতে কাজ করতে বাধ্য হচ্ছেন কর্মকর্তা-কর্মচারিরা।

সরেজমিনে জানা যায়, বৃটিশ আমলে স্থাপিত হয় পাঁচবিবি পোষ্ট অফিস। পরবর্তীতে উপজেলা পোষ্ট অফিস উন্নীত ১৯৮৪ সালে নির্মিত হলেও অদ্যবদি মুল ভবন ও সীমানা প্রাচীরে কোন প্রকার সংস্কার এমন কি চুনকামও হয়নি। এমন কি ভবনের সামনের ফটকের উপরে কবে যে অফিসের নাম লেখা হয়েছে পড়ার কোন উপায় নেই।

এমন ঝুঁকিপূর্ন পোষ্ট অফিসে সেবা নিতে আসতে ভয় পান সাধারন মানুষ। সঞ্চয়ের টাকা জমা দিতে আসা উপজেলার আগাইর গ্রামের তপন সরকার বলেন, ‘প্রতিমাসের শেষ সপ্তাহে সঞ্চয়ের টাকা জমা দিতে আসি, টাকা জমা দিয়েই যত তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে পরি, কারন ছাদের যে অবস্থা, এতে যে কোন ছাদ ভেঙ্গে পরে প্রাণ হানীর ঘটনা ঘটতে পারে।’ চাকরীর আবেদন করতে আসা পৌর এলাকার মুক্তাও একই মন্তব্য করেন।

ভবনটির দূরাবস্থার বিষয়ে জানতে চাইলে উপজেলা পোষ্ট মাষ্টার বেলাল হোসেন বলেন, তিনি অল্প কয়েক মাস হল এখানে যোগদান করেছেন, ঝুঁকিপূর্ণ বিল্ডিংটিকে পরিত্যাক্ত ঘোষনা করতে অথবা মেরামত কিংবা সংস্কারের জন্য উর্ধতন র্কতৃপক্ষকে লিখিত ভাবে না জানালেও মৌখিক ভাবে তিনি অনুরোধ করেছেন।

তিনি আরো বলেন, বর্তমানে বেসরকারি কুরিয়ার, ট্রান্সপোর্ট ও মোবাইলের কারনে সরকারি ডাক অফিসের মাধ্যমে পার্শ্বেল, মালামাল বহনসহ চিঠি পত্র আদান-প্রদান কম হলেও এ অফিসে প্রতিদিন গড়ে ১০-১২ লক্ষ টাকা আদান-প্রদান হয়ে থাকে।

এমতাবস্থায় ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ন পাঁচবিবি পোষ্ট অফিসটি পূনঃ নির্মানের দাবী এলাকাবাসীর।