Tue. Sep 16th, 2025
Advertisements

7খােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭:  শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নতুন মুখ মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন মুখ আছে আরও দুটি। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেললেও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

দলের জায়গা হারিয়েছেন পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার শুভাগত হোম ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ওয়ানডে সিরিজে না খেললেও দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন নুরুল হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুটি টি-টোয়েন্টি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাশীষ রায়, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।