Wed. Sep 17th, 2025
Advertisements

15খােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭:  সর্বশেষ ঈদুল ফিতরে শাকিব খান-অপু বিশ্বাসকে নতুন সিনেমায় দেখেছিলেন দর্শক। এরপর পর্দার গল্প ছাড়িয়ে তাদের ব্যক্তিগত জীবনই আলোচনার খোরাক হয়েছে। এবার তারা সিনে চরিত্র হয়েই ফিরছেন আগামিকাল জাতীয় চলচ্চিত্র দিবসে।
এ দিন প্রকাশ হবে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’র প্রথম দর্শন বা ফার্স্টলুক। এ নিয়ে নির্মাতা বলছিলেন, ‘ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ অনেকদিন যাবত। তাই বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় দিনকে টিজার প্রকাশের জন্য বেছে নিলাম।’

‘রাজনীতি’র শুটিং শেষ হয়েছে প্রায় এক বছর হতে চলল। কিন্তু এখন পর্যন্ত সিনেমাটির আনুষ্ঠানিক কোনো ছবি বা ভিডিও প্রকাশ হয়নি। শাকিব ভক্তদের সে অপেক্ষার পাল্লা শেষ করতে যাচ্ছেন বুলবুল।
‘রাজনীতি’তে আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অমিত হাসান, আলী রাজ, সাদেক বাচ্চু, ডি জে সোহেল, সাবেরী আলম, রেবেকা, শম্পা রেজা, দেবাশীষ বিশ্বাস, সিবা শানু, সুব্রত প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে এ্যারো মোশন আর্টস।