Wed. Sep 17th, 2025
Advertisements

48ইউটিউবে দেখার দিক থেকে এক কোটির মাইলফলক স্পর্শ করল ‘ম্যাজিক মামনি’। ইফতেখার চৌধুরী পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘অগ্নি টু’তে স্থান পেয়েছিল গানটি। পারফর্ম করেন মাহিয়া মাহি।

২০১৫ সালের ১৮ জুলাই ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পায় ‘অগ্নি টু’। সিনেমাটির আইটেম গান ‘ম্যাজিক মামনি’ ইউটিউবে প্রকাশিত হয় ৪ জুন। এরপর গানটির ভিডিও রাতারাতি আলোচনায় চলে আসে। প্রকাশের প্রথম ছয় দিনে ৪ লাখ ৬১ হাজারের বেশিবার দেখা হয়। যা তখন একটি রেকর্ড ছিল।
‘ম্যাজিক মামনি’ লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি। সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি ও কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার।

হিট সিনেমা ‘অগ্নি’র সিক্যুয়াল হিসেবে নির্মিত হয় ‘অগ্নি টু’। প্রযোজনা করে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। মাহির বিপরীতে অভিনয় করেন কলকাতার ওম। শোনা যাচ্ছে, চলতি বছরেই শুটিং ফ্লোরে গড়াবে সিনেমাটির তৃতীয় কিস্তি।