Tue. Sep 16th, 2025
Advertisements

10kখােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছেছে।

সোমবার সকালে তারা আতিয়া মহলের সামনে অবস্থান নেয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলের বাইরে অবস্থান করছে। তারা কিছু পরই আতিয়া মহলে ঢুকবে।

গত ২৪ মার্চ ভোররাতে আতিয়া মহলের জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর থেকে পুরো বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় বাড়িতে ২৬ পরিবারের শিশু, নারী ও পুরুষ আটকে পড়েন। পরদিন সেনাবাহিনীর কমান্ডোরা অভিযানের শুরুতে আটকেপড়া ৭৮ জনকে উদ্ধারের পর ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে সেনাবাহিনী। টানা চার দিন অভিযান শেষে গত মঙ্গলবার (২৮ মার্চ) এ ভবনের ভেতরেই চার জঙ্গির লাশ পাওয়া যায়। এর মধ্যে দুই জনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী।

এর আগে গত ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় আতিয়া মহল থেকে প্রায় আড়াই শ গজ দূরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এর ৪০-৪৫ মিনিট পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিস্ফোরণস্থলটি ছিল প্রথম বিস্ফোরণস্থল থেকে শ খানেক গজ দূরে। এই দুটি বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন। আহত হন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক মানুষ। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মার্চ রাতে আবুল কালাম আজাদ মারা যান।

স্থানীয়রা জানায়, আতিয়া মহলে এখনও সুইসাইডাল ভেস্ট পরিহিত দুই জঙ্গির লাশ পড়ে থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

এর আগে রোববার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, সোমবার র‌্যাবের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল আসার কথা রয়েছে। তারা এসে বিপদমুক্ত ঘোষণা করলে দুই জঙ্গির লাশ সরিয়ে ফেলা হবে।

অভিযান শেষ হওয়ার এক সপ্তাহ পর সেই বাড়ির বাসিন্দারা ফিরতে না পারলেও শিববাড়ি, পাঠানপাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দাদের জীবনে স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করেছে।