Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭:  মাঝরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। ‘ছাত্র ও তরুণদের উন্নতির জন্য’ প্রতিদিন ছয় ঘণ্টার জন্য ফেসবুক বন্ধের এ ঘোষণা অচিরেই আসতে পারে। এ বিষয়ে মতামত চেয়ে এরই মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে ফেসবুক ‘শিক্ষার্থীদের প্রভাবিত করছে’ এবং ‘তরুণদের কাজ করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে’ উল্লেখ করে এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি ছয় ঘণ্টা বন্ধে টেলিযোগাযোগ বিভাগের মতামত চাওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে তরুণ সমাজকে ফেসবুক আসক্তি থেকে মুক্ত করার জন্য এ ধরনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে ভাবছে সরকার।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পর্যালোচনা করে মতামত দেবে বলেও জানান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন। আর এ বিষয়ে মতামত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ।