Tue. Sep 16th, 2025
Advertisements

27

খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭:  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেয়র বরখাস্তের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।
তিনি বলেন, এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। এর পেছনে যুক্তি কী, কারণ কী-এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, এই ধরনের মেজর পলিসি ডিসিশনের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জানেন না।

সোমবার দুপুরে রাজধানীর ডেমরায় মাতুয়াইল নিউটাউন কোনাপাড়া এলাকায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮ কিলোমিটার আর.সি.সি সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেমরা আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. হাবিবুর রহমান মোল্লাসহ ঢাকা সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে মন্ত্রী সামসুল হক স্কুল অ্যান্ড কলেজে যান। সেখানে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন এবং তার প্রতিশ্রুত প্রায় ৮ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন।