Tue. Sep 16th, 2025
Advertisements
mmখােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মিড ডে মিল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ওর্য়াল্ডভিশন কর্তৃক ঠাকুরগাঁওয়ে ২২টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় সদর উপজেলার কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়।
আলোচনা সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুৎফর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারগুন ইউনিয়নের চেয়ারম্যান পয়গাম আলী, ওর্য়াল্ড ভিশন ঠাকুরগাঁও শাখার এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম, সংস্থার কর্মসূচি কর্মকর্তা সুসময়, শিক্ষিকা আসমা আক্তার ও প্রীতি রায় প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজ সেবক, সাংবাদিক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।