Sun. Sep 21st, 2025
Advertisements

20534b3a3b233d66bc174bc3ec8a2e3f-58e28f9c99be4খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭:  পারসোনা:

নববর্ষ উপলক্ষে সৌন্দর্যচর্চা কেন্দ্র পারসোনা গ্রাহকদের জন্য রেখেছে বেশ কিছু উপহার। ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চুল রিবন্ডিং ও রং করায় ছাড় পাবেন গ্রাহকেরা। পাশাপাশি নতুন বছরের প্রথম দিনে এবারও থাকছে সাজের বিশেষ প্যাকেজ। ১ হাজার ৭০০ টাকার প্যাকেজে থাকছে মেকআপ, চুল বাঁধা ও শাড়ি পরার সুযোগ। পয়লা বৈশাখের দিন পারসোনার ধানমন্ডি, মিরপুর ও উত্তরা শাখা খোলা থাকছে ভোর ৫টা থেকে। সুবাস্তু নজর ভ্যালি (বাড্ডা), ওয়ারী ও চট্টগ্রাম শাখা খোলা ভোর ৬টা থেকে। আর গুলশান ১, গুলশান ২, বনানী ও সিলেট আউটলেট খোলা থাকছে সকাল ৮টা থেকে।
অ্যানেরা বিউটি
বারিধারার সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান অ্যানেরা বিউটি বৈশাখ উপলক্ষে দিচ্ছে বিশেষ সুযোগ। পয়লা বৈশাখে শুধু মেয়েদের মেকআপ ও চুলের সাজ বিনা মূল্যে করে দেবে তারা।

বৈশাখে সিলেটের ষড়ঋতু
নববর্ষ সামনে রেখে বৈশাখী আমেজে টাঙ্গাইল তাঁত ও মণিপুরি তাঁতে তৈরি শাড়ি, ফতুয়া, নকশিকাঁথা, বিছানার চাদর, আনরেডি থ্রিপিস ইত্যাদি নিয়ে সেজেছে ফ্যাশন ঘর ষড়ঋতু। এ ছাড়া লামা বাজারের দেব ভবনে ষড়ঋতুতে পাবেন দেশীয় কারুকাজের ছোটদের কাপড়।
নববর্ষ উপলক্ষে সৌন্দর্যচর্চা কেন্দ্র পারসোনা গ্রাহকদের জন্য রেখেছে বেশ কিছু উপহার। ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চুল রিবন্ডিং ও রং করায় ছাড় পাবেন গ্রাহকেরা। পাশাপাশি নতুন বছরের প্রথম দিনে এবারও থাকছে সাজের বিশেষ প্যাকেজ। ১ হাজার ৭০০ টাকার প্যাকেজে থাকছে মেকআপ, চুল বাঁধা ও শাড়ি পরার সুযোগ। পয়লা বৈশাখের দিন পারসোনার ধানমন্ডি, মিরপুর ও উত্তরা শাখা খোলা থাকছে ভোর ৫টা থেকে। সুবাস্তু নজর ভ্যালি (বাড্ডা), ওয়ারী ও চট্টগ্রাম শাখা খোলা ভোর ৬টা থেকে। আর গুলশান ১, গুলশান ২, বনানী ও সিলেট আউটলেট খোলা থাকছে সকাল ৮টা থেকে।
অ্যানেরা বিউটি
বারিধারার সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান অ্যানেরা বিউটি বৈশাখ উপলক্ষে দিচ্ছে বিশেষ সুযোগ। পয়লা বৈশাখে শুধু মেয়েদের মেকআপ ও চুলের সাজ বিনা মূল্যে করে দেবে তারা।

বৈশাখে সিলেটের ষড়ঋতু
নববর্ষ সামনে রেখে বৈশাখী আমেজে টাঙ্গাইল তাঁত ও মণিপুরি তাঁতে তৈরি শাড়ি, ফতুয়া, নকশিকাঁথা, বিছানার চাদর, আনরেডি থ্রিপিস ইত্যাদি নিয়ে সেজেছে ফ্যাশন ঘর ষড়ঋতু। এ ছাড়া লামা বাজারের দেব ভবনে ষড়ঋতুতে পাবেন দেশীয় কারুকাজের ছোটদের কাপড়।

.